Homeচাকরির খবরআনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর নতুন সার্কুলার । Ansar VDP Job...

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর নতুন সার্কুলার । Ansar VDP Job Circular 2022

2.5/5 - (2 votes)

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুশৃখল, দক্ষ ও কর্মঠ ব্যাটালিয়ন আনসার সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিধানসহ অন্যান্য বাহিনীর সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়ােজিত থাকে। বাহিনীর। আনসারের শূন্য পদ (শুধুমাত্র পুরুষ) পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশী পুরুষ প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে।

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: নিচে ছকে বর্ণিত জেলাসমূহের পাশে উল্লেখিত শূন্য কোটায় বাছাই ও অংগীভূত করা হবে। উল্লেখ্য, নিয়ােগকৃত ব্যাটালিয়ন আনসার সদস্যদেরকে ০৬ (ছয়) বছর সন্তোষজনক চাকরি সমাপনান্তে স্থায়ী করা হবে । উপযুক্ত প্রার্থীদেরকে নির্ধারিত স্থান ও তারিখে সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট শারীরিক যােগ্যতা ও প্রাথমিক বাছাইয়ের জন্য উপস্থিত থাকতে হবে (মােবাইলে SMS এর মাধ্যমে তারিখ এবং সময় জানিয়ে দেয়া হবে)। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের একই স্থানে এবং একই তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে ০৬ (ছয়) মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণের জন্য আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে যােগদান করতে হবে।

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি

জব হাইলাইট

প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
চাকরির ক্যাটাগরি:সরকারি চাকরি
পদের সংখ্যা:আনসার ব্যাটালিয়ন
লোক সংখ্যা:দেয়া নাই
শিক্ষাগত যোগ্যতা:ন্যূনতম J.S.C
গ্রেড:দেয়া নাই
আবেদনের শুরুর তারিখ:৬-১০-২০২২
আবেদনের শেষ তারিখ১৬/১১/২০২২ তারিখ
(প্রাথমিক বাছাইয়ের তারিখ):বিজ্ঞপ্তিতে দেখুন
আবেদনের মাধ্যম:অনলাইন
Apply link: www.ansarvdp.gov.bd
বয়সশিক্ষাগত যােগ্যতাশারীরিক যােগ্যতাঅগ্রাধিকারবৈবাহিক অবস্থা

২৬/০৮/২০২১ খ্রিষ্টাব্দে
১৮-২২ বছর
ন্যূনতম j.s.c পাশউচ্চতা =সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি
বুকের মাপ = ৩২/৩৪ ইঞ্চি দৃষ্টি শক্তি – ৬/৬
কোন দুরারােগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই-এ নির্বাচন করা হবে না।
অধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যােগ্যতা সম্পন্ন, (ভিডিপি/টিডিপি) মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে ।অবিবাহিত

জাতীয়তা: বাংলাদেশী

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…

আনসার ভিডিপি নিয়োগ
আনসার ভিডিপি নিয়োগ

পুরোনো বিজ্ঞপ্তি

আনসার নিয়োগ বিজ্ঞপ্তি – Bangladesh Ansar Battalion Job Circular 2022

আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার । ৫০৯৮৭ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে ৪৬৩৬ টি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার স্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ পরিবহন রেল ষ্টেশন এবং অন্যান্য সরকারি ও বেসরকারী স্থাপনার নিরাপত্তার বিধান করছেন। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য।

তাছাড়া আপনি অঙ্গীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় অংশগ্রহণের সুযােগ পেতে পারেন। আপনি আগ্রহী যােগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। উক্ত প্রশিক্ষণ কোর্স পূর্ণ মেয়াদে আনসার ভিডিপি একাডেমি, সফিপুর গাজীপুরে পরিচালিত হবে।প্রশিক্ষণ গ্রহণের পর আপনিও হতে পারেন একজন গর্বিত অঙ্গীভূত আনসার। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

আনসার নিয়োগ বিজ্ঞপ্তি

জব হাইলাইট

প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
চাকরির ক্যাটাগরি:সরকারি চাকরি
পদের সংখ্যা:দেয়া নাই
লোক সংখ্যা:দেয়া নাই
শিক্ষাগত যোগ্যতা:ন্যূনতম JSC
গ্রেড:দেয়া নাই
আবেদনের শুরুর তারিখ:০২/০৫/২০২১ তারিখ
আবেদনের শেষ তারিখ:১০/০৫/২০২১ তারিখ
আবেদনের মাধ্যম:অনলাইন
Apply link: www.ansarvdp.gov.bd
বয়সশিক্ষাগত যােগ্যতাশারীরিক যােগ্যতাঅগ্রাধিকারমন্তব্য
১৮ হতে ৩০ বছর
(০২/০৫/২০২১ খ্রিষ্টাব্দে ন্যূনতম বয়স
১৮ বছর এবং
১০/০৫/২০২১ খ্রিষ্টাব্দে সর্বোচ্চ বয়স
৩০ বছর)
ন্যূনতম JSC/সমমান পাশউচ্চতা =সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি
বুকের মাপ = ৩০/৩২ ইঞ্চি দৃষ্টি শক্তি – ৬/৬
কোন দুরারােগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই-এ নির্বাচন করা হবে না।
অধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যােগ্যতা সম্পন্ন, (ভিডিপি/টিডিপি) মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে ।

জাতীয়তা: বাংলাদেশী

অন-লাইন রেজিষ্ট্রেশন পদ্ধতি:

ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যে কোন অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইট (www.ansarvdp.gov.bd) এ সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে । উক্ত লিংকটি ০২/০৫/২০২১ খ্রিঃ রাত ১২ ঘটিকা হতে ১০/০৫/২০২১ খ্রিঃ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে। টাকা জমাদানের শেষ সময় ১০/০৫/২০২১ খ্রিঃ সন্ধা ০৬.০০ ঘটিকা পর্যন্ত। রেজিষ্ট্রেশন ফি বাবদ অফেরতযােগ্য ২০০ (দুইশত) টাকা অন লাইনে প্রদর্শিত বিকাশ/রকেট/মােবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে। আবেদনপত্র দাখিল ও ফি পরিশােধ সংক্রান্ত কোন সমস্যা হলে
পরামর্শের জন্য ০১৮৪০১৯৭২০৭,০১৬২৯৪৬৪২৮৯ এবং ০১৫৩৪৭২৬৫৩৫ নম্বরে যােগাযােগ করতে হবে। রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে।

সাপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের "সাপ্তাহিক চাকরির পত্রিকা" ক্যাটাগরিটি ভিজিট করুন।

Post Related Things: আনসার নিয়োগ ২০২২, আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, Ansar VDP Job Circular 2022

অন্যান্য চাকরির খবর জানুন…

#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন

আনসার ভিডিপি সম্পর্কে কিছু কথা:

১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি আনসার বাহিনী প্রতিষ্ঠা লাভ করে এবং তৎকালীন পূর্ববাংলা আইন পরিষদে আনসার এ্যাক্ট অনুমোদিত হলে ১৭ জুন ১৯৪৮ সালে তা কার্যকর হয়।  তখন থেকে এ বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম সাময়িকভাবে ঢাকার শাহবাগে অনুষ্ঠিত হতো। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধকালে দেশের সীমান্ত ফাঁড়িগুলোতে আনসারদের প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত করা হয়। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার (মুজিবনগর) এর শপথ গ্রহণ শেষে অস্থায়ী রাষ্ট্রপতিকে আনসার প্লাটুন কমান্ডার ইয়াদ আলীর নেতৃত্বে ১২ জন আনসার বাহিনীর সদস্য গার্ড অব অনার প্রদান করে। স্বাধীনতা যুদ্ধকালে আনসার বাহিনীকে বিদ্রোহী আখ্যায়িত করে বিলুপ্ত করা হয়। প্রায় ৪০ হাজার রাইফেল নিয়ে আনসার সদস্যরা স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়।

মিশন:

যুদ্ধে আনসার বাহিনীর ৯ জন কর্মকর্তা, ৪ জন কর্মচারী ও ৬৫৭ জন আনসারসহ সর্বমোট ৬৭০ জন শহীদ হন। বাহিনীর ১ জন বীর বিক্রম এবং ২ জন বীর প্রতীক খেতাবে ভূষিত হন। স্বাধীনতা উত্তরকালে ১৯৭৩ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ঢাকার অদূরে সাভারে আনসার বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

ভিশন:

১৯৯৫ সালে এর নামকরণ হয় আনসার-ভিডিপি একাডেমি। বাহিনী বর্তমানে পরিচালিত হচ্ছে আনসার বাহিনী আইন-১৯৯৫ এবং ব্যাটালিয়ন আনসার আইন ১৯৯৫- দ্বারা, যা সংসদ কর্তৃক গৃহীত হলে ১৫ ফেব্রুয়ারি ১৯৯৫ সালে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে এবং ১৬ ফেব্রুয়ারি ১৯৯৫ হতে কার্যকর হয়। এ দুটো আইন অনুসারে সংবিধানের ১৫২ অনুচ্ছেদের বিধান অনুযায়ী আনসার বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী।

Latest Published