HomeJobs Newsমহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ ২০২১ সার্কুলার

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ ২০২১ সার্কুলার

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ ২০২১: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ৪ টি পদে মোট ৪ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীরা আবেদন অফলাইনে করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ ২০২১: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা পরিচালিত নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) ২য় সংশোধন শীর্ষক প্রকল্পের নিচে বর্ণিত শুণ্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সাকুল্য বেতনে প্রকল্প মেয়াদে পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী সকল নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাবলী মোতাবেক দরখাস্ত আহবান করা যাচ্ছে।

Ministry of Women and Children Affairs Job Circular 2021

জব হাইলাইট:

প্রতিষ্ঠানের নাম:মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
পদের সংখ্যা:8 টি।
লোক সংখ্যা:৪ জন।
শিক্ষাগত যোগ্যতা:স্নাতক, এইচ.এস.সি, এস.এস.সি
গ্রেড:দেয়া নাই।
আবেদনের শুরুর তারিখ:দেয়া নাই।
আবেদনের শেষ তারিখ:৭ নভেম্বর, ২০২১
আবেদনের মাধ্যম:অফলাইনে।
আবেদনের ঠিকানা:আবেদন পত্র প্রকল্প পরিচালক, নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) ২য় সংশােধন, জাতীয় মহিলা সংস্থা, (৪র্থ তলা, কক্ষ নং-৪০৪}, ১৪৫, নিউ বেইলী রোড, ঢাকা এর বরাবর ডাকযোগে পাঠাতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট:https://mowca.gov.bd/
আরও দেখুন: সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা

MOWCA Job Circular 2021

জব ডিটেলস:

পদের নাম: হিসাবরক্ষক
পদ সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক। সংশ্লিষ্ট ক্ষেএে ০৫ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১৯,৭৮০ টাকা।
বয়স: ১৮-৩০ বছর।

পদের নাম: ট্রেড প্রশিক্ষক
পদ সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি। সংশ্লিষ্ট ক্ষেএে ০১ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১৮,৩০০ টাকা।
বয়স: ১৮-৩০ বছর।

পদের নাম: সহকারী ট্রেড প্রশিক্ষক
পদ সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি । সংশ্লিষ্ট ক্ষেএে ০১ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১৭,০৪৫ টাকা।
বয়স: ১৮-৩০ বছর।

পদের নাম: সহকারী ট্রেড প্রশিক্ষক
পদ সংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি । সংশ্লিষ্ট ক্ষেএে ০১ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১৭,০৪৫ টাকা।
বয়স: ১৮-৩০ বছর।

আবেদনের নিয়ম: আবেদন পত্র প্রকল্প পরিচালক, নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) ২য় সংশােধন, জাতীয় মহিলা সংস্থা, (৪র্থ তলা, কক্ষ নং-৪০৪}, ১৪৫, নিউ বেইলী রোড, ঢাকা এর বরাবর ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ৭ নভেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ ২০২১

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ১ম পাতা:

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ 2021

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২য় পাতা:

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফরম ২০২১

#নিম্নে দেওয়া এই ফরম এর মাধ্যমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ ২০২১ সার্কুলারটি আবেদন করতে পারবেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ
সপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের "সাপ্তাহিক চাকরির পত্রিকা" ক্যাটাগরিটি ভিজিট করুন।

Post Related Things: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, Ministry of Women and Children Affairs Job Circular 2021, MOWCA Job Circular 2021

অন্যান্য চাকরির খবর জানুন…

প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।

#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।

Latest Published