সেবা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – Seba NGO Job Circular 2022

Rate this post

সেবা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: প্রতিবারের মত এইবার ও সেবা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই বেসরকারী প্রতিষ্ঠানটি ৫ টি পদে ৬১০ জনকে নিয়োগ দেবে। সবাই চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী পদগুলোতে নারী-পুরুষ যে কেউ অফলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।

সেবা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সেবা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: সেবা এনজিও-এ নিম্নবর্ণিত শূন্য পদসমূহে নিয়ােগের জন্য বাংলাদেশের যােগ্য নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

Seba NGO Job Circular 2022

জব হাইলাইট:

প্রতিষ্ঠানের নাম:সেবা এনজিও
চাকরির ক্যাটাগরি:সরকারি চাকরি
পদের সংখ্যা:৫ টি।
লোক সংখ্যা:৬১০ জন।
শিক্ষাগত যোগ্যতা:এইচএসসি,স্নাতক,স্নাতকোত্তর
গ্রেড:
আবেদনের শুরুর তারিখ:
আবেদনের শেষ তারিখ:১৫/৫/২০২২
আবেদনের মাধ্যম:অফলাইন।
আবেদনের ঠিকানা:seba.hrdepartment@gmail.com
অফিসিয়াল ওয়েবসাইট:www.seba-bd.org

সেবা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিদিন অনেক সরকারি চাকরির খবর ও সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমনি একটি
সরকারি প্রতিষ্ঠান হলো সেবা এনজিও। সেবা এনজিও ৫ টি পদ খালি আছে। এই ৫ টি পদ পূরণ করার জন্য যোগ্য জনবল প্রয়োজন। কি ধরণের যোগ্যতা দরকার তা নিম্নে স্পষ্ট ভাবে ও বিজ্ঞপ্তি তে উল্লেখ করা আছে। বয়স ও উল্লেখকৃত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে এই ওবেয়সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ঘরে বসেই এবং আপনি ও একজন সরকারী চাকুরী হন।

আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়:

  • আবেদন ফি: দেয়া নাই
  • বয়সের ক্ষেএে কোনো এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
  • টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • আবেদন পএে দেওয়া মোবাইল নম্বর টি সব সময় সচল রাখতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীগণকে seba.hrdepartment@gmail.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ ও সময়: ১৫-৫-২০২২ তারিখ এর মধ্যে আবেদন করতে পারবেন।

সেবা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…

সেবা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
সেবা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
সেবা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

সেবা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদনের শর্তাবলী: 

(১) প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে সদ্য তােলা ৩ কপি পাসপাের্ট সাইজের রঙ্গীন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সনদ ও অভিজ্ঞতার সনদসহ সকল শিক্ষাগত যােগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

(২) শিক্ষানবিশকাল ছয় মাস সন্তোষজনকভাবে উত্তীর্ণ স্টাফদের চাকুরী স্থায়ীকরণসহ বছরে ৩টি উৎসব বােনাস, স্টাফ কল্যাণ তহবিল ও অবসরকালীন তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মােবাইল বিল, দুরত্ব ভাতা, বাণিজ্যিক ভাতা, মােটরসাইকেল ও বাই-সাইকেল মেরামত, ট্রাভেলিং ও ডেইলী এলাউন্স, ছুটির সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট ও ইনসেন্টিভ বােনাস প্রদান করা হবে।

(৩) ১, ২ ও ৩ নং পদের ক্ষেত্রে নিজস্ব মােটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

(৪) ৩, ৪ ও ৫ নং পদের ক্ষেত্রে অনভিজ্ঞদের ১ মাস প্রশিক্ষণকাল ধরা হবে।

(৫) ১ নং পদের ক্ষেত্রে ২০,০০০/- টাকা, ২ নং পদের ক্ষেত্রে ১৫,০০০/- টাকা এবং ৩, ৪ ও ৫ নং পদের ক্ষেত্রে ১০,০০০/টাকা জামানত বাধ্যতামূলক, যা চাকুরী শেষে ফেরতযােগ্য।

(৬) দরখাস্তে ২টি সচল মােবাইল নম্বর দিতে হবে।

(৭) সকল পদের ক্ষেত্রে ২জন প্রকৃত জামিনদাতাসহ প্রার্থীকে ৩০০/-টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে।

(৮) সাক্ষাক্তারের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

(৯) সকল পদের ক্ষেত্রে Microsoft Office Program, Internet Browsing, Email জানা আবশ্যক। উল্লেখ্য, আবেদনপত্রের সাথে করােনার টিকা সনদের ফটোকপি যুক্ত করতে বলা হলাে। শুধুমাত্র ঢাকা, রাজশাহী, রংপুর, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

বিঃ দ্রঃ- (১) সেবা সংস্থার নিকটস্থ যে কোন শাখায় দরখাস্ত জমা দেয়া যাবে।

(২) ইমেইলেও আবেদন করা যাবে। Email: seba.hrdepartment@gmail.com

(৩) অনলাইনে সার্টিফিকেট পরীক্ষণ করা হবে। Website: www.seba-bd.org

সপ্তাহিক সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পড়তে আমাদের "সাপ্তাহিক চাকরির পত্রিকা" ক্যাটাগরিটি ভিজিট করুন।

Post Related Things: সেবা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022, Seba NGO Job Circular 2022

অন্যান্য চাকরির খবর জানুন…

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিয়োগ ২০২২ সার্কুলার

বাংলাদেশ ব্যাংক নিয়োগ এর সকল সার্কুলার ২০২২

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।

#প্রতিদিন যেহেতু অনেক চাকরির খবর প্রকাশ হয়ে থাকে আমাদের বিডি জবস ফার্মে এজন্য সবধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ দুটিতে লাইক/জয়েন করে সাথে থাকুন।

Leave a Comment