বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । BSCCL Job Circular 2021

Rate this post

Bangladesh Submarine Cable Company Limited Job Circular 2021

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১: ডাক ও টেলিযােগাযােগ বিভাগের আওতাধীন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এর নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি নিয়ােগের উদ্দেশ্যে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রতিবারের মত এইবার ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই বেসরকারী প্রতিষ্ঠানটি ০১ টি পদে ০১ জনকে নিয়োগ দেবে। সবাই চায় চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অফলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।

জব হাইলাইট:

প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড
চাকরির ক্যাটাগরি:বেসরকারি চাকরি
পদের সংখ্যা:০১ টি।
লোক সংখ্যা:১ জন।
শিক্ষাগত যোগ্যতা:বি.এসসি ইঞ্জিনিয়ারিং
গ্রেড:দেয়া নাই
আবেদনের শুরুর তারিখ:দেয়া নাই
আবেদনের শেষ তারিখ:০৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ
আবেদনের মাধ্যম:অফলাইন
অফিসিয়াল ওয়েবসাইট:https://www.facebook.com/J.nursingcollege/

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

পদের নাম: উপ-মহাব্যবস্থাপক
পদ সংখ্যা: ০১ টি ।
শিক্ষাগত যোগ্যতা: ১। সরকার কর্তৃক স্বীকৃত সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান হতে বি.এসসি ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/সিএসই/কম্পিউটার টেলিকমিউনিকেশন্স) এবং
অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে দেখুন।
বেতন স্কেল: ১,৩০,৫০০ টাকা।
বয়স: দেয়া নাই।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে পদের নাম উল্লেখ পূর্বক নিম্নস্বাক্ষরকারী বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সহিত জীবন বৃত্তান্ত, সম্প্রতি তােলা ৩(তিন) কপি পাসপাের্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যােগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদ এবং অন্যান্য সনদের ছায়ালিপি (প্রযােজ্য ক্ষেত্রে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়ন পূর্বক আগামী ০৯/০৯/২০২১ খ্রি. তারিখ অপরাহ্ন ৫:০০ ঘটিকার মধ্যে উপরােল্লিখিত ঠিকানায় নিমস্বাক্ষরকারী বরাবর আবেদন জমা প্রদানের জন্য অনুরােধ জানানাে যাচ্ছে।

আবেদনের শেষ সময়: ০৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ অপরাহ্ন ৫:০০ ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে।

শর্তাবলী:

১। আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে পদের নাম উল্লেখ পূর্বক নিম্নস্বাক্ষরকারী বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সহিত জীবন বৃত্তান্ত, সম্প্রতি তােলা ৩(তিন) কপি পাসপাের্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যােগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদ এবং অন্যান্য সনদের ছায়ালিপি (প্রযােজ্য ক্ষেত্রে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়ন পূর্বক আগামী ০৯/০৯/২০২১ খ্রি. তারিখ অপরাহ্ন ৫:০০ ঘটিকার মধ্যে উপরােল্লিখিত ঠিকানায় নিমস্বাক্ষরকারী বরাবর আবেদন জমা প্রদানের জন্য অনুরােধ জানানাে যাচ্ছে।

২। প্রার্থীর বয়স ও কর্ম অভিজ্ঞতা নিয়ােগ বিজ্ঞপ্তি জারীর তারিখ পর্যন্ত গণনা করা হবে। বয়স প্রমাণের জন্য এফিডেফিট (Affidavit) গ্রহণযােগ্য নয়। এছাড়া প্রার্থীত পদের নাম আবেদনের খামের উপরে লিপিবদ্ধ করতে হবে।

৩। আবেদনপত্রের সাথে ১,৫০০,০০ (এক হাজার পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অবশ্যই “বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড” এর অনুকূলে প্রদান করতে হবে।

৪। সরকারি, আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৫। আবেদন পত্র গ্রহণ/বাতিল এবং নিয়ােগের বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

৬। কোম্পানীর ওয়েবসাইট (www.bsccl.com) হতে Standard CV Format(আপনাদের সুবিধার্থে CV টি নিচে দেওয়া আছে) ডাউনলােড করা যাবে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

বিএসসিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড নিয়োগ ২০২১

যদি কোনো দরকার লাগে:

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড চাকরির খবর ২০২১

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের Jobs News” পেজে ভিজিট করুন।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড জব সার্কুলার ২০২১

Post Related Things: বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড চাকরির খবর ২০২১, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড জব সার্কুলার ২০২১, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড নিয়োগ ২০২১, বিএসসিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, Bangladesh Submarine Cable Company Limited Job Circular 2021, BSCCL Job Circular 2021

অন্যান্য চাকরির খবর জানুন…

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।

“বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি সম্পর্কে কিছু কথা”

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি ইতিহাস ও ক্রমবিকাশ রাজবাড়ী পৌরসভাটি ১৯১৩ সালে স্থাপিত হয়েছে। প্রতিষ্ঠানের নাম ছিল টাউন কমিটি। পরবর্তীতে ১৯২৩ সালে এর নাম হয় রাজবাড়ী মিউনিসিপ্যালিটি। তথ্যানুসন্ধানে দেখা যায় ১৬ জন মিউনিসিপ্যাল কমিশনারের সমন্বয়ে যে বোর্ড গঠিত হতো তার দ্বারা মিউনিসিপ্যালিটি পরিচালিত হতো। উক্ত মিউনিসিপ্যালিটি থেকে দি মিউনিসিপ্যাল অর্ডিন্যান্স এ্যাক্ট ১৯৬০ এর বলে রাজবাড়ী টাউন কমিটিতে পূণর্বিন্যাস করায় তা টাউন কমিটি নামে পূণর্গঠিত হয়।

টাউন কমিটির এরিয়া ছিল ৩.৫ বর্গ মাইল এবং লোকসংখ্যা ছিল ১৬,০৬০ জন। টাউন কমিটি এর চেয়ারম্যানসহ ১৩ জন মেম্বার দ্বারা পরিচালিত হতো। এর প্রধান আয়ের উৎস ছিল হোল্ডিং ট্যাক্স। ১৯৭২ সালে বাংলাদেশ লোকাল কাউন্সিল এবং মিউনিসিপ্যাল কমিটি ১৯৭২ এর আদেশ বলে রাজবাড়ী মিউনিসিপ্যালিটি রাজবাড়ী পৌরসভায় পরিনত হয়। পরবর্তীতে তা প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। উল্লে¬খ্য যে, তৎকালীন চেয়ারম্যান জনগনের প্রত্যক্ষ ভোটে নিযুক্ত হতেন না। কমিশনারগন চেয়ারম্যান নির্বাচিত করতেন। অতঃপর ১৯৫৩ সাল হতে জনগনের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ষাট এর দশক থেকে রাজবাড়ী পৌরসভায় ভৌত অবকাঠামোসহ শহরের ছোঁয়া লাগতে শুরু করে। ১৯৬২ সালে রাজবাড়ী প্রধান সড়কটি নির্মিত হয়।

পরবর্তীকালে বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় শহরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সাথে সাথে বিশেষ করে পাকা রাস্তা, ব্রীজ, কালভার্ট, ড্রেন, মার্কেট, বাজার সমপ্রসারণ, শিশুপার্ক, শিশু হাসপাতাল ইত্যাদি নির্মিত/স্থাপিত হওয়ায় শহরের শ্রীবৃদ্ধিসহ পরিপূর্ণ শহরে পরিণত হয়। এছাড়া শহরের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও পর্যাপ্ত সড়ক বাতি, স্যানিটেশন এবং শহর পরিস্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি নাগরিক সুবিধাদির ফলে এই শহরে জনবসতির হার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সে সাথে বিপুল সংখ্যক পাকা ইমারত/বাড়ীঘরও নির্মিত হয়েছে। উল্লে¬খ্য যে, এই সমস্ত সুযোগ-সুবিধার কারণে পৌর এলাকা স¤প্রসারিত হয়েছে এবং পৌর এলাকাকে তিনটি ওয়ার্ডের স্থলে নয়টি ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। শহর সৌন্দর্যের ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য হিসাবে শহরের প্রাণকেন্দ্র দিয়ে অতিবাহিত মাঝখানে বৃক্ষ শোভিত একমূখী প্রধান সড়কটি চিহ্নিত করা যায়। পৌরসভা অধ্যাদেশ/১৯৭৭ অনুযায়ী পৌরসভাগুলি পরিচালিত হয়ে আসছিল।

Vision

To be the premier company as Submarine Cable Telecommunications service provider in nationwide bridging the digital divide and bringing Internet to the doorsteps of the rural people of Bangladesh at affordable price.

Mission

  • To provide uninterrupted and quality broad-spectrum telecommunication services in transparent and competitive manner using state-of-the art technology
  • To provide Bandwidth service for all kinds of international voice and data circuits through the submarine cable and optical fiber networks.
  • To connect Bangladesh to the global information super highway.
  • To strengthen the national ICT sector.
  • To help the people of Bangladesh getting full benefit of all the Telecommunications & IT related services.

Source: http://www.bsccl.com/vis_mis

Leave a Comment