Trust Bank Job Circular 2021
ট্রাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১: প্রতিবারের মত এইবার ও ট্রাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বেসরকারী প্রতিষ্ঠানটি ১ টি পদে জনবল নিয়োগ দেবে। সবাই চায় চাকরী করতে চায়। তাই, যোগ্যতানুযায়ী নারী-পুরুষ যে কেউ অনলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল।
জব হাইলাইট:
প্রতিষ্ঠানের নাম: | ট্রাস্ট ব্যাংক |
চাকরির ক্যাটাগরি: | বেসরকারি চাকরি |
পদের সংখ্যা: | ১ টি। |
লোক সংখ্যা: | not specific |
শিক্ষাগত যোগ্যতা: | স্নাতক |
গ্রেড: | দেয়া নাই |
আবেদনের শুরুর তারিখ: | দেয়া নাই |
আবেদনের শেষ তারিখ: | ৯ সেপ্টেম্বর ২০২১ |
আবেদনের মাধ্যম: | https://career.tblbd.com/ |
অফিসিয়াল ওয়েবসাইট: | www.tblbd.com |
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীকে পূর্ণজীবন বৃত্তান্ত, সাম্প্রতিক তােলা পাসপাের্ট সাইজ ছবি ও সকল সনদপত্রের https://career.tblbd.com/ এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
ট্রাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…
ট্রাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
ট্রাস্ট ব্যাংক কলেজ নিয়োগ ২০২১
ট্রাস্ট ব্যাংক চাকরির খবর ২০২১
সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের “Jobs News” পেজে ভিজিট করুন।
ট্রাস্ট ব্যাংক জব সার্কুলার ২০২১
Post Related Things: ট্রাস্ট ব্যাংক চাকরির খবর ২০২১, ট্রাস্ট ব্যাংক জব সার্কুলার ২০২১, ট্রাস্ট ব্যাংক কলেজ নিয়োগ ২০২১, ট্রাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, Jahanara Nursing College Job Circular 2021
অন্যান্য চাকরির খবর জানুন…
আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রতিদিনের নিত্যনতুন চাকরির খবর যেমন, আজকের চাকরির খবর ২০২১, সাপ্তাহিক চাকরির খবর, all govt job circular, government jobs circular 2021, bd jobs circular, bd govt jobs, bd govt job circular, bd job today, all jobs bd newspaper, government jobs in BD, ngo job circular, bd job news bangla, chakrir khobor, bd govt chakrir khobor, job circular in Bangladesh, সাম্প্রতিক কালের সকল সরকারি-বেসরকারি চাকরির খবর পেতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।
” ট্রাস্ট ব্যাংক সম্পর্কে কিছু কথা”
ট্রাস্ট ব্যাংক লিমিটেড (ইংরেজি: Trust Bank Limited) বাংলাদেশের বেসরকারী ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। এটি বাংলাদেশের সেনা কল্যাণ সংস্থা (আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্ট) কর্তৃক পরিচালিত একটি বেসরকারী মালিকানার বাণিজ্যিক ব্যাংক।
টাউন কমিটির এরিয়া ছিল ৩.৫ বর্গ মাইল এবং লোকসংখ্যা ছিল ১৬,০৬০ জন। টাউন কমিটি এর চেয়ারম্যানসহ ১৩ জন মেম্বার দ্বারা পরিচালিত হতো। এর প্রধান আয়ের উৎস ছিল হোল্ডিং ট্যাক্স। ১৯৭২ সালে বাংলাদেশ লোকাল কাউন্সিল এবং মিউনিসিপ্যাল কমিটি ১৯৭২ এর আদেশ বলে রাজবাড়ী মিউনিসিপ্যালিটি রাজবাড়ী পৌরসভায় পরিনত হয়। পরবর্তীতে তা প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। উল্লে¬খ্য যে, তৎকালীন চেয়ারম্যান জনগনের প্রত্যক্ষ ভোটে নিযুক্ত হতেন না। কমিশনারগন চেয়ারম্যান নির্বাচিত করতেন। অতঃপর ১৯৫৩ সাল হতে জনগনের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ষাট এর দশক থেকে রাজবাড়ী পৌরসভায় ভৌত অবকাঠামোসহ শহরের ছোঁয়া লাগতে শুরু করে। ১৯৬২ সালে রাজবাড়ী প্রধান সড়কটি নির্মিত হয়।
পরবর্তীকালে বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় শহরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সাথে সাথে বিশেষ করে পাকা রাস্তা, ব্রীজ, কালভার্ট, ড্রেন, মার্কেট, বাজার সমপ্রসারণ, শিশুপার্ক, শিশু হাসপাতাল ইত্যাদি নির্মিত/স্থাপিত হওয়ায় শহরের শ্রীবৃদ্ধিসহ পরিপূর্ণ শহরে পরিণত হয়। এছাড়া শহরের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও পর্যাপ্ত সড়ক বাতি, স্যানিটেশন এবং শহর পরিস্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি নাগরিক সুবিধাদির ফলে এই শহরে জনবসতির হার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সে সাথে বিপুল সংখ্যক পাকা ইমারত/বাড়ীঘরও নির্মিত হয়েছে। উল্লে¬খ্য যে, এই সমস্ত সুযোগ-সুবিধার কারণে পৌর এলাকা স¤প্রসারিত হয়েছে এবং পৌর এলাকাকে তিনটি ওয়ার্ডের স্থলে নয়টি ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। শহর সৌন্দর্যের ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য হিসাবে শহরের প্রাণকেন্দ্র দিয়ে অতিবাহিত মাঝখানে বৃক্ষ শোভিত একমূখী প্রধান সড়কটি চিহ্নিত করা যায়। পৌরসভা অধ্যাদেশ/১৯৭৭ অনুযায়ী পৌরসভাগুলি পরিচালিত হয়ে আসছিল।
Mission:
Trust Youniverse program is one of the innovative programs of the Retail Banking Division. With this program Trust bank, Debit & Credit cardholders will get the windows of vast opportunity from different loyalty partners. This program will definitely made an impression to our customer’s mind as it gives instant discounts and facilities to the Trust Bank customers.
Vission:
To utilize the market opportunity for our Trust bank customer’s we started our loyalty program as “TRUST UNIVERSE” In early 2012. Under this Umbrella, we have signed with different organizations to provide our customers with attractive facilities and an additional extravagant experience. Trust Youniverse is an attempt by TBL Retail Banking Division to make our valued customers’ life easier with superior services & experience. We assure our valued customers that more and more of these facilities will come in near future to enhance the Youniverse experiences.